চোখ বন্ধ করলেই পিতা'র আনত মস্তক- অথচ ভেঙ্গে যাওয়া শরীরে যুঁই কিংবা ছোটোশাদা ফুলের গন্ধ।
কবিদের চোখ সাবমেরিন দেখে না ?
প্রসারিত প্রপেলারে মেঘ ?
বিদ্রোহী হয়ে ওঠে আরো দু'টি হাত- প্রপাত নয় লেখে নুন, ডালভাত।
চোখ বন্ধ করলে অন্ধকার সয়ে গেলে-
কোনো আনত মস্তক না বরং পিতা এবং যুঁইফুল দেখি !


মা আমার বনে গেছেন ঢেউ
মা আমার হয়ে গেছেন রুহএর বান্ধবী !
যেমন এই রাষ্ট্র আমার অচেনা বিরাঙ্গনা সখী, কপালে পোঁড়া পর্চা দলিল আর যুঁইফুল।
আপনারা বাগানে যাবেন
ঘাসে গুল্মে যুগাবসানের ঘ্রাণ পাবেন
পাখি দেখবেন- পাখি নাই !
হয়ে গেছি আমিও কেমন একটা তুমি
পায়ের নিচে ছাপ্পান্নহাজার ভূমি !