এই কেয়া এলি ?
বাইরে ভীষণ তৃষ্ণার চাঁদ চন্দ্রমল্লিকা- বেলি !
নৈঃশব্দ্য প্রিয় হয়ে ওঠে কখন ?
ত্রস্ত আঙ্গুল গুলো
তোকে পুরোপুরি বুঝে ওঠে যখন !


আঙ্গিনায় শূণ্যতা মেলেছে ডানা
কপাট খুলেছে চাঁদচরকারবুড়ি
আমিও একুশে দিয়েছি পা-
তুই কুড়ি।