মৌনতার ক্ষেতখামারে কুয়াশার টহল। অপলক মেঘ। হাওয়ায় পাওয়া- পালকের বেনেবৌ। উড়ে উড়ে দূরে- অথবা মেঘের ডানায় মেঘ খুঁজে যাওয়া।
অথবা, বিনিতার এলোমেলো গান।


গঙাফড়িং এর সাথে একটা দুপুর, ধানক্ষেতে মিহিদানা রদ্দুরে, আনমনা হয়ে বসে থাকা ভাল লাগে। শরিষা ক্ষেতের রঙ নিয়ে উড়ে আসে পাখি। উড়ে যায়। শিশিরের যন্ত্রনার গান; রোদের ওমে গলে গলে বিষন্ন বারাশিয়া নদী!