টুকরো টুকরো হয়ে গেলো যাচ্ছেতাইএর খেলা
প্রতিটি টুকরোর কারসাজিজুড়ে-
সংজ্ঞালোপের ঘোড়া,
আঁচলের গিট, অংশত ঠোঁট, শ্যালানদী অবহেলা !


ভাবছো; মুছে যাবে সব ঘরে ফেরা পাখির ডাক-
টুকরো টুকরো প্রেমালাপ ছুটি নেবে !
ভাবছো প্রতিধ্বনিরাও- হোক চোখ বাঁধা,
তবু তোমাকেই এসে ছোঁবে ?


জোড়া লাগাচ্ছো উন্মাদনার টুকরো গল্প; ভাঙ্গা কাঁচ, সুর- সন্ধ্যারাগে...
স্মৃতির ক্ষত, মুছে ফেলতেই হবে-
রাত্রি নামার আগে !