মিথ গলে বের হয়ে আসা মিথ্যে হাসি,
ঠোঁটের প্রপঞ্চ ছুঁয়ে
আমিও জড়জন !


তুমি, একটা স্নোবেরি
সবুজ কাটার প্রজননবিদ্ধ শ্বেত শাদা ফুল।
হয়ত আমরা কখনোই ছিলাম না


স্থির গাম্ভীর্যে এই গল্পটাই পড়ছে একজন
তার চোখ থেকেও ঝরে পড়ছে সোনালী অশ্রু !


মিথ্যেও বিরহ বহন করে,
মিথ্যেও একদিন গোলাপের কাছে গিয়ে দাঁড়ায় !


ঘুমিয়ে পড়বে আমাদের ফসিল,
প্রত্নফুল হয়ে ফুটে উঠবো সেগুনের পাশে আবার।