দূরত্ব খুলে নদী বা নীল
ঢেউএর আর্তস্বর
প্রতিগমনের পাখি
চিলের নাগাল
ধলেশ্বরীর শাদা কাশবন আর পড়ে না কেউ !


"বাঁচাও" শব্দটাকেও এড়িয়ে যাওয়া শিখে গেছে-
মানুষ কী মহাকাব্যে মন দিয়েছে ?


কেউ কাউকে পড়তে চাচ্ছে না আর-
ছুঁয়ে ছুঁয়ে যতটা ব্রেইল;
অন্ধবদাভাসে পড়ে যায় কেবলি নাভি, উরূ, তিলের সুনাম !