এই কাব্যজগত থেকে নির্বাসন অনেক ভাল।


চলো পাথর চাপা ফুলের কাছে যাই;
বেদনাঝরা পাতার মত ঝর্নাধারায় বহি !
তর্জনী তুলে মেঘ থামিয়ে বসতে বলে রুহি।
পাথরের কানে কানে বলেছিলো রুহি
ভালবাসি...


অবাক বুনোফুল- নীল, জুই রাশিরাশি
পরাগের নিগুম বার্তা নিয়ে মেঘ,
উড়ে আসে,
গিরি ও পাথর
ভিজে- জল রুহির ব্রেসলেট ভাসে !