নদীকে বা বসন্তকে "না" বলা সহজ না !


শিমুল ফোটেনি, পলাশও না
মুখ ফুটে বলেছো তুমি "বসন্ত"
ডিনাই করা যাচ্ছে না !


এখনো শীত, এখনো শুষ্ক আমাদের বনিবনা; ঘামের নালিশ-
আঁকাফুল মেলে ধরে তুলোর বালিশ !


এখনো পাতারা গোটায়নি পাততাড়ি
আড়িপেতে দেখে যায় শুইচোরাপাখি
হিম মেখে বসে থাকা "সাবরিনা নদী" !