পাহাড় থেকে গড়িয়ে পড়ে জলস্রোত
ঝর্ণা বলো তোমরা ?
- হুম, ঝর্ণাই....
দেখনি অনেক বন্ধুর, উঁচুনিচু, গিরিখাত
বাঁক, নির্বাক পাথর ?
পেরিয়ে রোদ; রোদেজলে নিরহংকার স্রোতধারা !
মাঝে মাঝে হঠাৎ বেমক্কা পাথরের চাঁই-


ঝর্ণাকে থেমে যেতে দেখেছে কী কেউ ?


যথ বাঁধসাধা পাথর- তত গতি
ঝর্ণার যত গতি- যত বাঁধসাধা পাথর !