বাক্য আনো বুকে
নিউরো স্রোতের স্বর
শব্দ যখন কারচুপি হয় ঠোঁটে ঠোঁটে;
তখন বুকের বাঁ-দিকেতে কে বাঁধে কার ঘর !


অন্য চোখে আনন্দরূপ মেলে ধ'রে
যে সব কথা ফুরোয় বুকে দ্বিধান্বিত
শূণ্যতা এক এমন জিনিষ
ঝড়কেও সে লালন করে পাখির মত !