এই শতাব্দীতে কোনোভাবেই গোলাপকে অক্ষত রাখা যাচ্ছে না।
কবিতার কাছাকাছি আসবে না বিকেল, এই প্রান্তর..


মানুষের থেকে দূরে গিয়ে মৌমাছি, নির্জনে বের করে আনবে অরূপ নার্সারি।
সুতরাং ঘাসফড়িং-
আড়াল খুলে বিষাদকেই পড়তে বসবে আবার।


চিরকাল অন্যদিকে চলে যাবে রাস্তা
ফলে গোলাপ একটি ভুল ফুল


ফুলের আগে পৃথিবীতে বৃক্ষই ছিলো প্রেমিক,
বিকেল ছিলো চির পলাতক পৃথিবীতে !