বুকের ভিতর থেকে পরোক্ষ সংকেত আসেনি কখনো,
কখনোই ভালো লাগেনি তোমাকে,
মরে যাওয়ার মত নগ্নতা আর নেই- প্রেমে; দ্রবণে ।
মানুষ এই গ্রহের না, এটা জানার আগেই আমাদের রাস্তা,
অগন্তব্য দূরান্তর লিখে দিয়েছে-
উদাসীন, আমরা চলেও গেছি।
একে অন্যের চাল, চাতুর্য, খেলার কৌশলে
আমরা খুব বেশি গলে যেতাম; অথচ গলে যেতে চাইনি !