১.
আঁচলের গিটএ এক নদী তার
কুন্তলে বাঁধা মেঘ, বেশুমার !
ঘাসের ছুরিতে কাটে শ্রাবণের রাত
সরিয়ে নিয়েছি এই কামনার হাত।


২.
আঁচলে মুখ লুকিয়ে আছে ঘুম
হাতের মুঠোয় আগন্তুকের অশোভন এক চুম !
লুকিয়ে রেখে পাপ
বেলোয়ারি শাড়ির পাড়ে জ্যমিতিক উত্তাপ!


৩.
তোমার চিন্ময় চিকুর সম্ভাবনা দেখে মনে হয়,
আমি শালাহ কোথায় পড়ে আছি; জটাধারী শীব শম্ভু, মুখস্ত জিকির !


৪.
ঝরা ফুলে মাদকতা বেশি
ভাবনাকাতর।
জোসনায় থেমে আছে কোরকের মেহফিল
মায়াবী আতর !


৫.
বুকের ব্যাথার পাশে স্বাক্ষর করে-
কলমের নিব ভেঙ্গে ফেলে
দুজন দেহরক্ষী নিয়ে
তুমি চলে যাও....
নদীর মত চলে যাও !