আহা! অবশেষে দেখা
""প্রেমের কবি আসিফ খান রানা


বছরের শেষে ,,,,,,,,,
শীতের শীতলতা শিশির ভেজা কুয়াশা কে মাড়িয়ে,
নতুন আবেশে ,,,,,,,,
লেপে র উষ্ণতা নরম বিছানার ভালোবাসা ছাড়িয়ে।
গিয়েছি ফেঁসে ,,,,,,,,
কোথায় ; নেই তো! তবে কী ফেলেছি হারিয়ে?
পারছি না হেসে ,,,,,,
সূর্যের ই দেখা নেই, আছি বোকা হয়ে দাঁড়িয়ে!!
কী হলো এসে,,,,,,,,
বছরের শেষে, নতুন আবেশে উষ্ণ শীতল দেহ নাড়িয়ে ?
দাঁড়ানো গা ঘেঁসে,,,,
শীতল দেহ নাড়িয়ে, বোকা হয়ে দাঁড়িয়ে, দাও তাকে তারিয়ে!
ভদ্রলোক কে সে,,,,
কুয়াশা কে মাড়িয়ে, উষ্ণ ভালোবাসা ছাড়িয়ে, হাত দিলো বাড়িয়ে?
সুখ এলো ভেসে,,,,,
যে হৃদয় দিলো ভরিয়ে, তাকে মোর বুকে টেনে দাও জড়িয়ে।
আহা! অবশেষে,,,,,
সূর্য দেখা পেলাম শীতল কুয়াশা-কে  সারিয়ে।
বহুদিন পর ,,,,,,
নিজেকে ফিরিয়ে আনলাম সেই কবিতার আসরে।
আপন ঘর ,,,,,,
খুঁজে পেলাম যেন নিজেকে নতুন এক বাস রে।
ফিরেছি গরম ঘরে ,,,,,
নয় অভিমান আর কান্না ; এবার প্রাণ খুলে হাসো রে!!
তোমার বাহু ধরে ……
আমাকে ভালোবেসে কবিতার পাশে থেকো, সাদরে।