***বিবেক আমার সম্পদ***


পৃথিবীতে মানুষের সর্বশ্রেষ্ঠ সম্পদ তার বিবেক ।
সে সম্পদ অর্জনে বিবেক আমার নৃত্য সঙ্গী।
আর সে বিবেক আমার আছে বলেই সবাইকে,
যতটা ভালবাসি ততটা ই দেখি বিবেক বর্জিত ঢঙ্গী।
আমি তাতে মোটেই গরীব নই; শ্রেষ্ঠ বিত্তশালী বটে।
মানি এটা আমার ভুল;তবে আমি মাড়াই না সে তটে।
এ কথা সত্য যে আমি মনে রাখতে পারি না।
তাই বলে সঠিক ছাড়া বেঠিক কাজটি আমার দ্বারা না ঘটে।
কারো সাথে করেছি এ কথা বলার দুঃসাহস কারো নেই।
আমি ব্যস্ত মানুষ; তবুও যথেষ্ট সময় দেই সকলের সনে।
শুধু বদ-অভ্যাস; লেখা লেখাটির জগতে করিলে প্রবেশ,
ভুলে যাই পৃথিবীর সকল কিছু থাকে না আর মনে।
সে কারণেই যে যার খুশি বলে তা মুখ বুঝে শুনেছি।
কিন্তু, এ কেমন মতবাদ যেখানে আমি তালা বন্দি !
যেখানে আমার বিবেককে নিয়ে প্রশ্ন অগোচরে ।
আমি তো চিরতরে আজো ভুলিনি তোমাদের সন্দ্বি।
মাত্র তো একটি বিশেষ দিন, তাতেই এতো অধির !
ঘেঁন্না লাগল তোমাদের এ বিবেকময় জ্ঞান দেখে ।
স্বার্থপরতা নিজের জন্যই, বিবেক সেখানে অন্ধ।
ভালবাসতে শিখেছো খুব; ভালবাসা দিতে নয়
চক্ষের দরজা খোলা হলেও লাগে সকল কিছুই বন্ধ।
শিক্ষার বাহার আছে ;শুধু বিবেকের জন্য আহার নাই।
আমি উদাসিন; উন্মাদ হয়ে থাকলেও বুঝি,
বিবেক বর্জিত মানব; পুরো টাই যেন দানব।
সেখানে আমি ক্ষুধার মোহনা দেখি, আর বিবেক খুঁজি।
ময়লার ডাস্টবিনে পরিষ্কার করতে যতই পানি ঢাল না কেন
সেখান আরো দুর্গন্ধ ছড়াবে পরিষ্কার শুধু নাম মাত্র।
বিবেকের জ্ঞানকে নাড়া দিতে না পারলে মস্তিষ্ক হবে গন্ধময় ।
যে গন্ধে ভরে যাবে পৃথিবী উপায়ান্তর হবে তখন লেশমাত্র।
যেখানে সম্পদের দম্ভে জ্ঞানের সম্পর্ক করো ফিকে
সে সমাজ ধ্বংসের প্রান্তে জ্ঞানহীন জাতি থাকা ভার টিকে।
যদি থাকে বিবেকের জ্ঞান পৃথিবী হবে সুভাসিত সুন্দর।
মনকে করবে সম্পদশালী বিবেক বান বন্ধুত্ব তৃণমূল চারদিকে।