***  চুম্বন ***
        আসিফ খান রানা


এ স্বাদ আস্বাদন করার জন্য
বহুক্ষণ ছিলাম আমি অপেক্ষমাণ।
তোমার ঐ রাঙ্গা দুটো ওষ্ঠের উষ্ণতার
স্পর্শে শান্ত হবে এ মন ভাঙলো তার
দীর্ঘ প্রহর আশার সেই ব্যবধান।
আমার কল্পনার বিশাল জগত প্রবেশ ধারে,
কখনো মুখোমুখি স্পর্শে ছিলো না।
সীমান্ত পাড়ি দিয়ে দুজনার ওষ্ঠে হবে মিলিত।
ভাবনার নদীতে কুয়াশার তীব্রতা এমন ছিল না!
বহু আঙ্খাকিত সেই স্বাদ আজ মোর ওষ্ঠে জড়িত।
তৃষ্ণায় গোলাপী ওষ্ঠ দুটি এত কাল ছিল মরুভূমি।
বন্যার জলে থৈ থৈ ফাঁটা ওষ্ঠ জলে তুলতুলে
নরম কাঁদা মাটির ন্যায় পেয়ে তার আলতো চুমি।
এ স্বাদ কোন ফুলের মধু হতে সংগ্রহ করেছো তুমি?
মোর জিভের পুরনো স্বাদ আর ধরে না মনে।
কি দিয়েছো তুমি ঢেলে উন্মাদনায় ঊন্মাত্ত আজ,
আগুন জ্বলছে আমার সবুজ হৃদয় বনে।
তুমি আছে বুকের বা পাশে সর্বক্ষণ।
শুধু তোমার অস্তিত্ব আমার চুম্বন মাখা কল্পনায়।