“একশত এক টাকার ভালবাসা’’


****প্রেমের কবি আসিফ খান রানা****


নহে আর রঙ্গিন পেপারে ভালোবাসা।
আমি ভালবাসা কে সেই সাদা কালো পর্দায়
আবার মোড়াতে চাই ।


যেখানে ভালবাসা,
সময়কে তুচ্ছ করে ক্ষণিকের ফূর্তিতে ।
গা’কে হেলিয়ে মেতে উঠে
মহা যজ্ঞে আনন্দ উল্লাসে।
আমি অতীতের দ্বারপ্রান্তে
আবার একটু মুখোমুখি হয়ে,
সাদা পৃষ্ঠে দোয়াত কালির আঁচর দিতে চাই।


আমি এই আলোক সজ্জিত রূপের ভূ-ধারায়,
নিজের সনে যুদ্ধে পরাজয় মেনে নিতে আগ্রহী।
যেখানে চক্ষু অবলীলায় ধ্বংসের প্রান্তে;
আলোক-সজ্জায় মস্তিষ্ক বিকৃত
অযাচিত ভালবাসার উষ্ণ প্রলাপে,
পুষ্প কে করে কলঙ্কিত শুভেচ্ছা রূপ বাণী তে।
সেখানে আর আমি চাই নে।


যেখানে ওষ্ঠে র রক্তিম লালায় ভিজানো রস মুহূর্তে,
তীব্র খরায় ভালবাসা পুড়ে ছাই হয়ে উড়ে যায়।
সে পাড়ায় মোর এ চরণ রাখিতে স্বায় দেয়া না আর।


আমার ভালবাসা কালির পরশে সাজাবো।
পুষ্পের সতেজ পাপড়ি ছিঁড়ে ছিঁড়ে,
উড়ন্ত খামে ভরে উড়িয়ে দেবো মোর সখি র কাছে।
পুষ্প শুকিয়ে হবে খড়ি কাষ্ঠ;
যখন সখি হস্তে উড়ন্ত খাম।
সে খামে ভালবাসার মধুর সু ভাষে প্রজাপতি রা উড়বে।

প্রকৃতি সাড়া দেবে পূর্ণতা জোগাবে প্রেমের শিহরণে।
সে সময় ব্যর্থ হবার নয়,
সে ভালোবাসা হবে মৌমাছির মধু পূর্ণ মৌচাক।


বহুদিন অপেক্ষাকৃত সে সময়,
যদিও তিক্ত তায় সমুদ্র জল।
তবু চিরতার ছাল চিবুলেও যেন মধুময় সে ভালবাসা।
মিছে সম্পদের মোহে রঙ্গিন করতে চাই না আর ।
ভালবাসাকে আমি বাঁধিতে চাই খুব যতনে,
কেউ কি আছো ধরতে মোর এ হস্ত
মাত্র একশত এক টাকা দেন মোহরে।