কাঁদতে পারিনি এক সাথে
****প্রেমের কবি আসিফ খান রানা****
কষ্টে কি ! তা আমি স্বচোক্ষে আজ করিলাম দর্শন।
সেই কষ্টে ফেটে চৌচির- পাথরের হৃদয়ে যেন সমুদ্র জল।
জীবনে যে চক্ষু কাঁদে নি একটুও ডুকরে-
সেই চোখে আজ অশ্রুর বন্যা করছে কবির টলমল।
বোনের চোখে পানি; কতোই না দামি !
ভাই-বোন রক্তের বাঁধন- যায় না ছেঁড়া জীবন ময় ?
আমি দূর হতে শুধু সমস্ত হৃদয় অশ্রুতে মাখি,
কথা বলার ভাষাও যেন আজ হয়ে গেছে মোর ক্ষয়।
আমি খুবই লজ্জিত ঘৃণিত আজ তোর কাছে,
আমায় ক্ষমা করিস বোন,তোর জন্য কিছুই পারিনি করতে।
মনের সাগরে আজ ভয়াল কালবৈশাখী তুলেছে ঝড়,
তবু পারবো না; জানি তুই-ই পারবি ভাইয়ের জন্য মরতে ।
হয় তো চোখ জুড়ে নেই মোর অশ্রুর ফোঁয়ারা?
কিন্তু আমার ঘরের দেয়াল কাঁদে তোর জন্য প্রতিক্ষণ।
কাঁদে নিঃশব্দে এ বুকের ভেতর নিরবে যায় ফেটে।
তোর দুঃখে উন্মাদ হয়ে মোর কলম করে দিয়েছে লেখনী বন্ধ।
হাসির ঘরে যেন তালা;আওয়াজ বন্ধে খিল দিলাম পেটে।
আমি ছেলে; কাঁদতে পারি নি বোন তোর সাথে দিয়ে চিৎকার।
এ সমাজ হাসে, এ বঙ্গে চলন নেই ছেলে কান্নার শিক্ষার।
আমি রাতের নীরবতায়ও উচ্চস্বরে করতে পারিনা কান্নার শব্দ।
এ জগৎ ঘুমের জন্য বানিয়েছে রাত, আবেগ করিতে জব্দ।
বুকের ভেতর গল্পের কথক মেশানো কান্না কে কবিতায় লিখি।
আর আমার কষ্টের পাহাড়ে বসে এভারেস্টের চূড়া দেখি।