## খুশিতে আজ মন আমার উড়ছে ##
                                      আসিফ খান রানা


সুখের রাজ্যে বিচরণ করার সাধ্য হয়'নি,
হয়'নি কেনা চোখ মুছবার জন্য একটি রুমাল ও ।
তাই বলে আমার কান্না
এক মুহূর্তের জন্যও থামে'নি।
ভালোবাসার ভালো লাগাই হয়েছে
বাসা'টা শুধু আ ভাসা।
আমার না পাওয়া সুখের নুন তে জল
যদি কোথাও আজ জমাট করে বেঁধে রাখতাম,
তবে ভালোবাসার জন্য এক শ্রেষ্ঠ উপহার হতো।
আমার মা বিধ্বংসী চেহারায় চোখে জল দেখে বলেছিল-
যখন তুমি; প্রথম কারো ভালোবাসায় পড়বে,
এটা তোমাকে চিরদিনের জন্য পাল্টে দেবে।
এবং যে তোমাকে সবচেয়ে বেশি বিরক্ত করে
প্রকৃত পক্ষে সেই তোমাকে ভালোবাসে।
জীবন হলো একটা ফুল; যার মধু হলো ভালোবাসা।
এমন কাউকে ভালবেসো না
যে তোমাকে সাধারণ এর মতো করে দেখে।
ভালোবাসা কখনো এমনি এমনি মারা যায় না
ভালোবাসা তখনই মারা যায়
যখন আমরা এর খেয়াল নিতে ভুলে যাই।
ভালোবাসা হলো এমন একটা পবিত্র শর্ত
যাতে অন্যের সুখ এনে দেয়া একটা মহা দায়িত্ব।
ভালোবাসার কমতি তে সম্পর্ক খারাপ হয় না
বরং তা খারাপ হয় বন্ধুত্ব না থাকার কারণে।
আসলেই-মায়েরা ভুল বলেন না।
যদি তুমি আমাকে মনে রাখো
তবে অন্য কেউ ভুলে গেলেও
আমার কিছু যায় আসে না।
ভালোবাসা একটি ভয়ানক রোগ,
ভালোবাসার কোনো চিকিৎসা নেই,
অধিক ভালোবাসা ব্যতীত।
ভালোবাসা বাতাসের মতো,
আপনি এটি দেখতে না পারলেও অনুভব করতে পারবেন।
ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেওয়াতে ই বেশী আনন্দ।
মায়ের সেই কথক বাণী কল্পনার রাজ্যে,
বিরহ ভুলে খুশিতে আজ মন আমার উড়ছে।