'''নাক ফুল""


আমি সুযোগ পেয়েছি সংশোধন করিতে ভুল,
আর নয় অবহেলা পড়াতে 'নাক ফুল।'
ভুলে ভুলে করেছি পাড় অনেকটা পথ !
এবার আমি পাড়ি দেবো সুখের-ই রথ।
এ পথে নেই ভয়; আছে মধুর ভালোবাসা,
'নাক ফুল' ই বলে দিবে আমাদের ভাষা।
নীল মহলের রানী সে; হোক না কুঁড়ে ঘর ?
সেখানেই হাঁটবে সে দিয়ে মোর কাঁধে ভর।
বৃষ্টিতে কাক ভেজা হয়ে দু-জনায়,
না হয় সে আমি; রবো কুঁড়ে ঘর কিনা রায় !
পারবে না আঁধারে ঢাকিতে এ কুঁড়ে ঘর ,
'নাক ফুল' ই আলোকিত করিবে এ ভূ-ধর।
তোমাকেই পড়াবো; আঁধারে আর নয় ডরাবো!
তোমার হতাশা সব নিজ কাঁধে সরাবো।
আমি জেগে উঠেছি ভোরের আলো ফুটিতে ই,
করেছি পণ; রবো দু-জনমে ই এক জুটিতে ই।
শুধু সময়ের অপেক্ষা ভেঙ্গে দিতে বিষ দাঁত,
দেখাতে নয়; বেঁধে রাখিতে ঘর হাতে হাত।
সাগরের নোনা জলে দিয়েছি যখন ডুব,
থাকি না আর কিছুটা দিন এভাবেই চুপ !
নোনা জলে হোক না হয় ধবল বর্ণ কালো ,
তবু তুমি আমি এক রঙ্গে, সে কম কিসে ভালো?
আমি তোমায় কাঁদিতে ই বলি; কাঁদো না উচ্চস্বরে।
তাতে আসিবে মনে সুখ; দুঃখ যাবে সড়ে।
সে-ই তো কাঁদিতে জানে লোক চক্ষু র আড়ালে,
কেউ যদি হাসে; সে পাশে এসে দাঁড়ালে ।
তুমি তো আমার সেই হাস্য জগতের মূল ।
সে ভর দিয়েছে মোর এ ''নাক ফুল।''