আমি খুবই হতাশার মাঝখানে ....
বিষন্ন চিত্তে বিনোদন হীন প্রাণী হয়ে
আছি ক"দিন ধরে,
সমুদ্রের বুকে ঘুরে বেড়ানো,
পাখি হয়ে উড়ে বেড়ানো মন আজ,
যেন ছোট্ট পদ্মার মাতাল স্রোতের মুখে।
বাঁচার জন্য একটি শক্ত হাত খুঁজে বেড়াচ্ছি...।
কিন্তু সব হাত গুলি গুঁটিয়ে
ঢেউয়ের মাঝে আমায় ভাসিয়ে দিচ্ছে।
যেন কচুরিপানার ন্যায়
দুলে দুলে চলছি।
দূর হতে দেখে যাচ্ছে বাকিরা।
পৃথিবীর গোল এই শহরে,
সবাই ঘুরে বেড়ায় মহা শূন্যে।
নীলাদ্রি নক্ষত্রের মেলায়
প্রতিনিয়ত হারায়।
অথচ স্থির গতিপথ সবার-ই।
নিজেকে দেখার সময় নেই কারো।
সেখানে আমি ভেসে গেলে কার বা কী!
আমি তো সেথায়
নিজেকে আনমনে অন্বেষণ করি।
কিন্তু স্রোতের গতিতে একাকীত্ব
আমায় অন্যের বিনোদিত উচ্ছ্বাসে
বিমর্ষ করে দেয়।
আমি হেরে যাই সে যাত্রা পথে
অর্থের এ পৃথিবীতে।