***নীলের রাজ্যে রুপোলী সন্ধ্যায়***
                        *** আসিফ খান রানা ***
আমি নীলাকাশ কে দোষ দেবো না,
দেবো না তোমাকেও......।
তবে নীলের বিশালতায় তোমায়,
আমি খুব সাদরে আমন্ত্রণ করতে পারি।
তাই করবো তুমি যাহা ই বলবে।
প্রকৃতি কে রাজি করানো র দায়িত্ব আমার।
এই পল্লব-ময় ছায়া নিবিড় হতে;
তোমাকে আমার নীল রাজ্যে একদিনের জন্যে হলেও,
ভালোবাসার রোমাঞ্চে ভাসাতে চাই।
চাঁদ কে খুব কাছ থেকে উপভোগ করবে যখন
স্নিগ্ধ রুপোলী আলো মাখাবে গা'য় ।
শিহরিত কাঁপনে আমায় আলতো স্পর্শে,
দু'হস্তে মুষ্টি করে ধরবে, বুঝবে তখন !
আমি চাঁদ কে কেন তোমার কাছে না এনে,
তোমার নিয়ে এসেছি চাঁদের রাজ্যে ।
নীলাকাশ তোমার কেমন লাগবে জানি না ।
তবে আমি চাই তুমি আমার পাশে
না হয় চাঁদ কেই উপভোগ করার জন্য আসো!
তবু নীলের রাজ্যে কোন এক রুপোলী সন্ধ্যায়
অতিথি হয়ে আলোকিত করো আমায়।