প্রিয়তমা তুমি বউ হয়ে আজ
আসছো আমার বাড়ি
যত্ন করে রাখবো তোমায়
যতটুকু আমি পারি।
গুনের আলোতে বরকত এনে
রাখবে সুখের ছোয়ায়
সাজিয়ে তুলে পুরো ঘরটা
পথ চালাবে আমায়।
সাধ্যমতো গয়না দিয়েছি
কিনে দিয়েছি শাড়ি
সেটুকুতেই বউ বানিয়ে
নিচ্ছি তোমায় বাড়ি।
আমার কাছে দেবার মতো
এটুকুই যে ছিলো
জানি না তাতে গুনের ঋনটা
কতটুকু শোধ হলো।
আমার জীবনে আসছো তুমি
কুমারী জীবন ছেড়ে
সেই গুনের গান গাইবো আমি
জানি না যে কি করে।
তোমার রুপের সেই আলোতে
ভরবে আমার ঘর
তোমার ত্যাগে নবীন আসবে
ফুটবে সুখের প্রহর।
সাধ্যমতো সব দিয়েছি
আজকে তুমি সাজতে
তোমার রুপসী মুখখানিকে
বউয়ের সাজে দেখতে।