জানি না সমাজ মানবে কিনা
আমাদের এই বিয়ে
তোমায় আমি বিয়ে করেছি
বাবা-মার অমতে গিয়ে।
তুমিতো হলে মিষ্টি আবেগি
চাইছো দুজনে পালাতে
কিন্তু আমিতো পারি না দিতে
তোমার সম্মান হারাতে।
তুমি হলে আমার কল্পলোকের
ভালোবাসার সেই পাখি
বেঁচে থাকার যতো স্বপ্ন আছে
তোমাকে নিয়েই দেখি।
একে একে তুমি মন দিয়েছো
নারীত্ব দিয়েছো আমায়
নারীত্বের সেই মহান সম্মান
কিভাবে দেবো তোমায়?
নারীত্ব মানেই ত্যাগের স্বীকার
নবীন গর্ভে ধারন
নারীত্ব হলো আশার আলো
যে দেবে জন্ম জীবন।
যেই নারীত্ব জীবনের আলো
তুমি হলে সেই নারী
তোমার প্রাপ্য সম্মান আমি
না দিয়ে কিভাবে পারি।
দুজনে যেদিন একে অপরে
আংটি করেছি বদল
সেদিনই শুরু পথ চলা মোদের
আমরন রবে অটল।
পারা না পারার সেই বিরহ
প্রতিদিন যেনো ভাবায়
নিয়তি কেনো আজ এতো নিষ্ঠুর
ভরেছে জীবন বেদনায়।