গাঁয়ের সরল চাষা আমি
অতি সাধারন জীবন
দারিদ্রময় জীবন নিয়েও
হাসি-খুশি এই মন।
গাঁয়ের বুকে জন্ম আমার
গাঁয়েই কাটে জীবন
একদিন হয়তো এমনিভাবে
গাঁয়েই হবে মরন।
মায়ের সমান এ গ্রাম আমার
কত যে বাসি ভালো  
মরন অবধি দুচোখ ভরে
দেখি যেনো গাঁয়ের আলো।
মাটির তৈরি শরীর আমার
মাটি চষে পাই তৃপ্তি
গাঁয়ের বুকের ভালোবাসাটাই
সবচেয়ে বরো প্রাপ্তি।
অমন কোমল পরশতো আর
নগরের বুকে নাই
তাইতো আমি লাট না হয়েও
এতোটা তৃপ্তি পাই।
উজার করে বুকটা খুলে
যে গ্রাম দিলো তৃপ্তি
হৃদয়ের যতো ভালোবাসা আছে
রইলো তাহার প্রতি।