কন্যা তুমি ঘরনী হলে
অন্তরে তুলে বিশ্বাস
প্রতিটি পদেই পথ চলাতে
দিয়ে যাও আমায় আশ্বাস।
ঘরের বাহিরে রুজির তারায়
যখন আমি থাকি ব্যস্ত
এ সংসারের সেবাকর্মে
তুমি হয়েছো ন্যাস্ত।
অর্থহীন এই ব্যস্ত জীবনে
তুমি হলে সেই নারী
ব্যস্ততা শেষে প্রেমের মায়াতে
যে আমায় করে সংসারী।
গর্ভে ধরে প্রতিটি সন্তান
আমায় করলে বাবা
এতো ত্যাগ শেষে তবুও আজও
করছো আমার সেবা।
সে সম্মান যে কতোটা বেশি
গর্ভধারিনী হওয়ার
গর্ভধারিনী মায়েদের প্রতি
সালাম রইলো আমার।
এ কোন প্রেমের মায়ায় বেঁধে
আমায় করলে পূর্ণ
তোমার দেয়া এ পূর্ণতায়
জীবন আমার আজ ধন্য।