মায়ের চোখে পানি এসেছে
মনে কি তুমি রাখো নি
খোকা ছিলে যখন এভাবে কেঁদে
তুমিও ঝরাতে পানি।
অল্প বয়সে বোধ হতো না
মেনে নিতো না মন
এই জগতে মাই কেবল
ছিলো তোমার আপন।
জগতে কেবল একজন মা
কষ্ট তাহাকে দিও না
একদিন তিনি মরে গেলে আর
মা বলে কাউকে পাবে না।
বুড়ো বলে মার অসুখ হয়েছে
শরীরটা অনেক দূর্বল
হয়তো তাহাকে গিন্নি সাহেবা
অবজ্ঞা করছে প্রবল।
গিন্নির মা সে নয়তো
তাই হয়তোবা করছে
তোমার জীবনে এমন মাতো
একবার কেবল এসেছে।
ভেবে দেখো ওই মা ডাকটিতে
কতোটা রয়েছে তৃপ্তি
অমন মাকে করো না হেলা
রেখো তার প্রতি ভক্তি।