পথের বাঁকে মোড় নিয়ে আমি
যাকে নেই ওভাবে দেখে
আমার কাছে যা ছিলো সব
তার কাছে আজ থাকে।
আমায় হয়তো লম্পট ভেবে
আজ আর কাছে আসে না
নিজেকে আজ দুরে রেখে চলে
ভালো আমায় আর বাসে না।
পথের বাঁকে যেই মেয়েটিকে
অমন করে দেখি
আমার যতো সপ্ন আছে
তাকে রেখে আজো আঁকি।
চাঁদের মতো সুন্দরী সে
বখাটেরা পিছু ঘোরে
এক সময় অনেক মজা করতো
তা নিয়ে তামাশা করে।
আজকে কেবল অভিমানি মুখ
দুচোখে অনেক গ্লানি
আমায় যদি দোষ দিতে চাও
তাও আমি আজ মানি।
অভিমান ছেড়ে একদিন তুমি
ঠিকই ফিরবে জানি
এই বিরহে বলো না আমায়
কিভাবে সময় গুনি?