তুমি জানো প্রিয় অন্ধকার!
যদি না আসতে জীবনে আমার
ভুলের রাজ্যে হয়ে যেতাম একাকার,
ভালোবেসে যে হতে চেয়েছে আমার
তার পরিচয়টা জানা হতো না আর,
যদি শিকার না হতাম প্রতারণার
সত্যটাকে কীভাবে জানতাম আর,
যার ক্ষমতা ছিলো আমাকে মুগ্ধ করার
তাকে কীভাবে চেনা হতো আর।
আজ কেবল বাসনা জাগে আবার
অমনভাবে প্রতারিত হতে বারবার,
তাহলে হাজার সত্যরা একইভাবে আবার
দেখা দিতো জীবনে আরো সহস্রবার,
যখন শহুরে কৃত্রিম আলোর বাহার
ঝিলমিল করছিলো জীবনটিতে আমার,
সত্যকে বুঝিনি অন্তত একবার
তাইতো তোমায় বন্ধু ভাবি অন্ধকার,
শুধুমাত্র প্রতারিত হতে আবার
ভালোবাসা হয়তো পেতে নয় আর
আমি কেবল মূল্য বুঝতে তার
প্রতারিত হতে চাই আরো সহস্রবার।