যদি লাল কৃষ্ণচুরা হয়ে
এ জীবনে ফুটতে চাও
তাহলে আমরন তোমার বুকে ঘুমাবো
সবুজের মাঠে বিছানা পেতে দাও।
যদি ভোরের তাজা শিউলী
কিংবা বেলীফুল হয়ে ফুটতে চাও
তাহলে মালা হয়ে ঝুলে তুমি
বুকের উপর আশ্রয় করে নাও।
যদি জলে ফোটা পদ্ম হয়ে
এ জীবনে আসতে চাও
তাহলে মনের বাগানে পুকুর কাটবো
সেখানেই আমৃত্যু রয়ে যাও।
আর যদি তাজা সূর্যমুখি কিংবা
টকটকে গোলাপ হয়ে ফুটতে চাও
ফুলদানিতে করে চিরকাল বুকে রবে
সে কথাটি তুমি জেনে নাও।