তারছেঁড়া গিটার আমার
ধুলিপরা বই
স্মৃতি হাতরে খুজি আমি
বন্ধু তুমি কই?
সব হারিয়ে নিঃস্ব আমি
ধোঁয়ায় সুখ খুজি
ভালবাসা বলতে আমি
নিকোটিনকে বুঝি।
নিদ্রাহীন দুটি চোখ
গভীর রাত্রি জাগে,
খন্ড খন্ড শ্রাবণ মেঘ
চোখের সাথে খেলে।
ধোঁয়ায় ধোঁয়ায় জীবন আমার
কলিজা করলাম ছাই
সব আছে আমার চারিপাশে
বন্ধু তুমি নাই।