কালো কাকে শুধু ডাকে কা-কা
তাকায় লোকে তার দিকে বাঁকা
তবু কেমন একই থাকে
নিজের ভাষা আগলে রাখে
বন্ধ আজো করেনি সে ডাকা ।


কোকিল কালো দেখতে কাকও কালো
কোকিলের ডাক শুনতে লাগে ভালো
তাই বলে কাক সুর ধরে না
অনুকরণের ধার ধারে না  
কা-কা ডাকেই নিজেকে চেনালো।


ভাষার জাতি আমরা বাংলা ভাষী
একুশ নিয়ে গর্বে যে খুব ভাসি
রক্ত দিয়ে নজির গড়া
গর্বে গর্বে বুকটা ভরা  
পালন করে সর্ব বিশ্ববাসী ।


আমরা জাতি সভ্য যে খুব বেশি
আধুনিকের খুব বেশি গা ঘেঁষি
মায়ের মধুর মিষ্টি ভাষা
আগলে আছে গেয়ো চাষা
আমরা জাতের হয়েও ভিনদেশী ।