আড়ি
আশিক ফয়সাল ।


বলবো না আর কথা আমি
সবার সাথে আড়ি
আমার কথা না শোনো তো
থাকবো না এ বাড়ি ।
কিনে আমায় দিতে হবে
লাল টুকটুকে শাড়ি
মাটির চুলো খুন্তি কড়াই
রান্না করার হাঁড়ি ।
বাটনা বাটা শিল নোড়া আর
থালা গেলাস বাটি
জলের কলস ছুঁরি বটি
নকশি শীতল পাটি ।
চাই না পুতুল ঝুমঝুমি ঢোল
চাই না খেলনা গাড়ি ।
আমার কথা না শোনো তো
আড়ি আড়ি আড়ি ।
দিদির মতো আমারো চাই
রাঙ্গা বর এক খানি
রাখবে আমাই যত্ন করে
করে ঘরের রানী ।
চাই না লজেন্স মিষ্টি মিঠাই
খাবার রকমারি
আমার কথা না শোনো তো
আড়ি আড়ি আড়ি ।