সহসাই মুকুল গর্ভে কঁচি আমের আগমন
পলাশ, কৃষ্ণচূড়ায় মুহু মুহু বন
এরই মাঝে থেকে থাকে কোকিলের সুর
উদাসী মন হারিয়ে যায় দূর বহু দূর ।


ধুলো জমা পাতা গুলো ঝিরি ঝিরি ঝরে
আতুর কিশলয় কান্ডে ভরে
সবুজের সমারোহ এসে চুপে চুপে
প্রকৃতি সেজেছে অপরূপ রূপে ।।


সোনা ঝরা রোদ্দুরে মেঘে মেঘে খেলা
বনে বনে কলরব পাখিদের মেলা
দক্ষিণা বাতাসের মৃদু মৃদু দোলে
বসন্ত এসেছে প্রকৃতির কোলে ।।