একলা বসে ছিলাম যখন
মুখটা করে কালো
কল্পলোকের বন্ধুরা সব
আসলো নিয়ে আলো।
মিষ্টি হেসে বললো তারা
কি হয়েছে বলো
মন থেকে সব কষ্ট ফেলে
কল্পলোকে চলো।
দেখবে সেথায় কত্ত মজা
ইচ্ছা খুশি খেলা
বৃষ্টি হয়ে ঝরবে হাসি
কাটবে সারা বেলা ।


চাইলে পাবে প্রজাপতির
রঙিন জোড়া ডানা
কিচিরমিচির ডাকতে থাকা
হরেক পাখির ছানা ।
ইচ্ছে খুশি নাচবে তুমি
খেলবে তাদের সাথে
চাইলে ছুঁতে পারবে তুমি
রংধনু নিজ হাতে ।
বলবে কথা চাঁদের সাথে
উড়বে হয়ে পরী
ইচ্ছে হলে সারা গায়ে
মাখবে তাঁরার জরি ।


মেঘের ফাঁকে লুকোচুরি
খেলবে যত খুশি
তোমার খেলার সঙ্গী হবে
সবুজ ফুলটুসি ।
ইচ্ছে যা যা মিলবে সবই
ভরবে তোমার মনো
ইচ্ছে খুশির কল্পলোকে
কষ্ট নেই কোনো
থাকতে সবই মিছেই তুমি
মুখ করেছো কালো
একটাবার যেয়েই দেখো
লাগবে কতো ভালো ।