ভর দুপুরে হঠাত কে যে
আসলো নতুন কুটুম সেজে
হাতে নিয়ে মিষ্টি মিঠাই
কিন্তু কাউকে দিচ্ছে না
আদর করে ডেকে কাছে
বললো অনেক লজেন্স আছে
তবু যে তার ভাবটা এমন
কাউ কে দেওয়ার ইচ্ছে না ।


রাগে আমি  করি কি যে
জিবটা রসে যাচ্ছে ভিজে
এতো খাবার দেখে আমি
চুপটি থাকতে পারছি না
রাগ চেপে তাই হাসি মুখে
তার দিকে খুব আছি ঝুঁকে
মিষ্টি লজেন্স ঠিকই নেবো
আমি বাপু হারছি না ।


এমন সময় বাবা এসে
বললো ভ্রু কুঁচকে হেসে
কে গো তুমি, খুঁজছ কাকে?
তোমাকে তো চিনি না !
কোথায় তোমার বাড়ি ছেলে ?
কার কাছেতে তুমি এলে ?
তুমি যাকে খুঁজছো এখান
আমি বোধহয় তিনি না ।


কুটুম তখন লজ্জা পেয়ে
বললো বাবার মুখে চেয়ে
ঠিকানা ঠিক ভুল করেছি
মনে কিছু করবে না ।
খুঁজে দেখি আশে পাশে
পেয়ে যাবো অনায়াসে
ভুল হয়েছে, এমন ভুলে
আর কখনো ধরবে না।


নতুন কুটুম মিষ্টি নিয়ে
চলে গেলো দরজা দিয়ে
আমার প্রতি দরদ যে তার
একটু খানি উঠলো না
আমি পুরো  ভ্যাবাচ্যাকা
ছোট্ট মনে খেলাম ছ্যাঁকা
মিষ্টি লজেন্স ফসকে গেলো
কপালেতে জুটলো না।