ও জোনাকি বলছি তোমায়
একটুখানি শোনো
রাতের বেলা বাইরে থাকো
ভয় লাগে না কোনো ?


নিজের আলোয় নিজেই চলো
ধার ধারোনা কারো
রাতের বেলা ভূত থাকে যে
ভয় লাগে না তারও ?


অবাক হয়ে দেখি আমি
সাহস তোমার কতো
রাত না হতেই পেয়ে বসে
আমায় ভয়ে যতো ।


ভূতের কথা বাদই দিলাম
কিন্তু যদি ধরো
ঝম ঝমা ঝম বৃষ্টি নামে
তখন কিবা করো ? 


আমার আবার সর্দি ভীষণ
ভিজলে আসে জ্বরও
বৃষ্টি হলে ভেজো নাকি
পাতার জামা পরো?


শীতের রাতে যখন সবার
শরীর কাঁপো কাঁপো
আমার মতো গরম কাপড়
তুমি গায়ে চাপো ?  


অতো শীতেও রাতে তুমি
বাইরে কেনো  থাকো
খোলা হাওয়ায় উড়ে বেড়াও
ঠান্ডা লাগে নাকো ?


তুমি কতো মুক্ত স্বাধীন
মানোই বা না মানো।
মানুষ তবু বন্দি আমি
সেকি তুমি জানো ?


আমি যদি হতাম কভু
স্বাধীন তোমার মতো
কোনো বাঁধাই থাকতো না আর
কত্ত মজা হতো ।