শিশির ভেজা ভোরে
কুয়াশার চাদর জড়িয়ে
ভেবেছি তোমায়,
তুমি আসবে বলে ।।
.
তপ্ত দুপুরে কোকিলের সুরে
সুর মিলিয়ে
ডেকেছি তোমায় ,
তুমি আসবে বলে ।।
.
ক্লান্ত বিকেলের ঘরে ফেরা
পাখির দলে
চেয়ে অপেক্ষায় তোমার,
তুমি আসবে বলে ।।
.
স্নিগ্ধ সন্ধ্যার ডুবন্ত রবির কাছে
প্রার্থনায় মগ্ন আমি
চেয়েছি তোমায় ,
তুমি আসবে বলে ।।
.
গভীর নিশির অন্ধকারে
মিটি মিটি জ্বলতে থাকা
জোনাকির আলোয়
খুঁজেছি তোমায় ,
তুমি আসবে বলে।।
.
মাঝ রাতে অবিরত ডেকে যাওয়া
ঝিঝি পোকার ডাকে
ভেঙ্গে যাওয়া স্বপ্নে
দেখেছি তোমায়
তুমি আসবে বলে ।।
.
প্রতিটা দিন প্রতিটা ক্ষনে
প্রতিটা পলকে পলকে
পথ পানে চেয়ে বসে থাকি
তুমি আসবে বলে ।।