হে জন্মভূমি,গায়ে মিশ্রিত গন্ধ মোর
তব মৃত্তিকার,দিবা নিশির স্বপনে
সতত তব রুপ অনির্বাণ শিখার
ন্যায় প্রজ্বলিত,প্রস্ফুটিত দু নয়নে ।
মাতৃ রূপে,সন্তান কে ডাকে বারেবার।
এক অদৃশ্য বল আবদ্ধ তব মনে,
বেধেছে মোরে তব মায়াবিনী বাঁধনে।
সদা ব্যাকুল মন পেতে তব আদর ।
.
জন্মে ক্ষান্ত নয় ,চাই চির লোকান্তর
তব বুকে , চির নিদ্রাতুর চির সুখে।
তবেই তো চির স্বার্থক জনম মোর।
আনন্দে বিরহে সুখে কিংবা দুঃখে
সদা সুখী বিচরণ তব মুখ দেখে ।
সাধ্য নেই মোর তব ঋণ শোধবার ।