শ্রমিক ওরা মজুর ওরা
তবু ওরা ভাই
মাথার ঘাম পায়ে ফেলেও
পাই না কোথাও ঠাই ।
.
ছিন্ন পোষাক নগ্ন দেহ
রূক্ষ মলিন চুল
দুষছ কেন বৃথা ওদের
করছো কেন ভূল ।
.
দোষ কি ওদের  বল দেখি
সুখ যে সবাই চাই
ঘৃনা ভুলে বক্ষে  টেনে
বলো তাকে ভাই।
.  
প্রয়োজনে রক্ত দিয়ে
আগলে রেখো বুকে ।
সুখে রেখো ভালো রেখো
সবাই মিলে তাকে ।
.
শ্রমিক ওরা মজুর  ওরা
রক্ত তবু লাল ।
মোদের মত মানুষ তারা
নয়কো  জঞ্জাল ।