ও নদী তোর নাম কি বল
কোথায় তোর দেশ
নিবি কি মোর তোর সাথে
তোর রূপের নেইকো শেষ।
.
সূর্যের হাসি ঝরে রাশি রাশি
রোদ্দুরে তোর খেলা
সিঁদুরের রঙ্গে রঙিন হোস
সকাল সন্ধ্যা বেলা ।।
.
রিনিঝিনি ঐ ভরা বাদলে
টাপুর টুপুর শব্দ।
কেড়ে নেয় মন,হৃদয়ের বন
অপলকে স্তব্ধ ।
.
তোর বুকে বাই পাল তোলা নায়
যৌবন লুটেপুটে
একবার দেখে মন ভরে না
বারবার যায় ছুটে ।
.
ভাটিয়ালী সুরে মাতাল মাঝি
মাতাল করে কূল
উদাসিনী বধূ হারানো স্মৃতিতে
ঢেঁকি পাঠে করে ভূল ।
.
শৈবাল ভাসে তোর আকাশে
কচুরির ফুল মিষ্টি
মুক্তা ঝিনুক শাপলা শালুক
অপরূপ তোর সৃষ্টি ।
.
তোর রূপে গুণে মুগ্ধ নয়নে
অপলকে চেয়ে থাকি
বলবো তোকে একটি কথা
বলতে আছে বাকি ।
.
জ্বোস্না রাতে চাঁদের সাথে
ভাবটা তোর যেমন
পারবি কি আমার সাথে
করতে ঠিক তেমন ।