স্বার্থপর বৃক্ষ বারে বারে
বদলায় নিজের স্বরূপ
ঋতুতে ঋতুতে  পরিবর্তনের জোয়ার
উন্মোচিত করে স্বার্থপরতার উলঙ্গ রূপ ।
কখনো নিজেকে সাজানোর চেষ্টা
কচ কচে কচি পাতায়
কখনোবা ডালা ভর্তি
বসন্তের ফুল নিয়ে মাথায় ।
যৌবন রসে ঠাসা সবুজ পাতার
সনে নিত্য খেলা ।
অচিরেই থেমে যায় 
শেষ হলে বেলা ।
জোঁকের মতই চুষে নেয়
কুমারী পাতার সবুজ রক্ত
মহাকালের যাত্রায় নিত্য রসদে
হয়ে শক্তপোক্ত ।
বৃদ্ধা সবুজ পাতা খুইয়ে  সব শক্তি
বরন করে বন্ধাত্ব ।
সাথে সাথেই শেষ  হয়
স্বার্থপর বৃক্ষের ষোল আনা স্বার্থ।
ঘনিয়ে আসে
বৃদ্ধ পাতার সন্ধ্যা বেলা ।
সময়ের পরিক্রমায়
আরো একবার ছুড়ে  ফেলা ।
ঝিরি ঝিরি ঝরিয়ে
মৃত্তিকার বুকে
স্বার্থের মায়া জাল
সবই যায়  চুকে ।