নদীর জলে ভাসিয়ে দেবো
কুটি কুটি করে কেটে,
এতো দূর পথ শেষ হয় কি
একলা একলা হেটে ।
সময়ের স্রোত থামিয়ে দেবো
ভেঙ্গে দিয়ে সব ঘড়ি,
এত এত লোক তবু যদি আমি
একলা একলা মরি ।
অবসরের মুখে জল ঢেলে দেবো
এটে দিয়ে তালা চাবি,
জীবন নদীর প্রতি বাঁকে যদি
একলা একলা  ভাবি ।
ছিঁড়ে দিয়ে মন পুড়িয়ে দেবো
কেটে দিয়ে সব কলি ,
মনের সাথে মনের কথা যদি
একলা একলা বলি ।
সূর্যের মুখে কালি ঢেলে দেবো
শোধ করে দিয়ে ঋণ ,
সাথী হারা হয়ে পার করি যদি
একলা একলা দিন।
জ্বোস্নার আলো নিভিয়ে দেবো
পুঁতে দিয়ে ঐ চাঁদ ,
কাটে যদি আর সঙ্গি বিহীন
একলা একলা রাত ।
চোখের নদে বাণ ডেকে দেবো
মেঘেদের আহ্লাদে ,
বন্ধু বিহীন জগত মাঝে
একলা একলা কেঁদে ।
সুখের সময় হাটে বেঁচে দেবো
দূঃখের সাগরে ভেসে ,
শূন্য ঘরে লাভ আছে কি
একলা একলা হেসে ।
ভাঁজ করে নদী তুলে রেখে দেবো
আলমারিতে ভরে ,
সুখ কি আছে অট্টালিকায়
একলা একলা পড়ে ।
মরন এলে ফিরিয়ে দেবো
চিরতরে দিয়ে ছুটি ,
জীবনের তটে মুক্ত ঝিনুক যদি
একলা একলা খুঁটি।
তাবিজ বানিয়ে গলায় দেবো
পৃথিবী তাতে ভরে ,
সোনার খাটে স্বস্তি কোথায়
একলা একলা মরে ।
ঈশ্বরের কাছে চিঠি লিখে দেবো
ভাসিয়ে মেঘে ভেলা ,
সাথী হারা নীড়ে কাটে না যেনো
একলা একলা বেলা ।