মাংস ছিড়ে রক্ত  চুষে
বেড়েছ তুমি বটে
তোমার ছোঁয়ায় এই দুনিয়ায়
সব কিছু আজ ঘটে ।


লৌহ কপাট ভেঙ্গে দাও তুমি
এক নিমেষের ঝড়ে
এক হাত ভরে অর্থ দিলে
ধর্মের কল নড়ে ।


চাকরিটা আজ গোলাম তোমার
বন্দি তোমার হাতে
বাক্স ভরে টাকা পেলে তুমি
দিয়ে দাও সাথে  সাথে ।


শিক্ষাও নাকি বিক্রী করো
হাট বাজারের মোড়ে
সার্টিফিকেট কিনে নিলে নাকি
ফিউচার দাও গড়ে ।


হসপিটালের বেড টাও আজ
তোমার কথায় শোনে
সেবিকা , সেবক , ডাক্তার বাবু
তোমার নখের কোণে ।


ভগবান তুমি মহা শক্তি
মুগ্ধ  তোমার গানে ।
দূর্নীতি  তুমি আসন পেলে
সব মানুষের  প্রাণে ।