খাঁচায় পুষি  বনের টিয়া
ফল খাইয়ে ডাসা
পারিনি তাকে ভোলাতে আজও
মায়ের মুখের ভাষা 
মিঠু মনি মন্টু মানিক
শেখাই নানান ডাক
তবুও মিঠু সুযোগ পেলেই
দেয় টিয়ে বলে হাক ।


নানান বুলি শেখাই তাকে
শেখাই নানান নাম
পাখি হয়েও বোঝে মিঠু
মায়ের ভাষার দাম
মায়ের মুখের টিয়ে ডাকেই
পাই সে মধুর সুখ
তাই তো মিঠু টিয়েই ডাকে
ফুলিয়ে তার বুক ।