নিজের রক্ত দিয়ে যাঁরা করেছেন এ দেশ স্বাধীন।
কখনো কি পারবো মোরা শোধ করতে তাদের ঋণ।।
স্বপ্নটা ছিল তাঁদের আনা এ দেশের স্বাধীনতা।
ঘরে ঘরে গিয়ে আনবে কেড়ে মানুষের দুঃখ ব্যথা।।
স্বপ্ন টা তাঁদের ভুল কি ছিল কেন ফেরেনি শান্তি।
দেশের জন্য করতে কিছু কেন আসে দেহে ক্লান্তি।।
স্বাধীন হয়তো এক দিন এ ছিলাম ওই স্বাধীনতার দিন।
16 আগস্ট হয়ে গেছে  এ দেশ আবার পরাধীন।।
স্বাধীন ও স্বাধীনতা শব্দদয় হারিয়েছে তাদের অর্থ।
শত প্রাণ দিয়ে স্বাধীন হয়েও হয়ে আছি তাই ব্যর্থ।।
1947 15 আগস্ট ইংরেজ দল করেছিল আত্মসমর্পণ।
তাতে স্বাধীন হয়নি ভারতবর্ষ হয়েছে শাসকের পরিবর্তন।।