স্বপ্ন পুড়ে ছাই হয়ে যাওয়া রংটিকে খুব ভালোবেসে ফেলেছি।
হয়ত হতাশার নামে উড়ানো ছাইগুলো রং হয়ে চোখে ধরা দিয়ে যায়।
হয়ত আবেগের বশে ছাইগুলোর রং আবার বুকে আকড়ে ধরতে চাই।
যখন সারা পৃথিবী আকাশে হাজার তারা গুনতে ব্যাস্ত,
আমি তখন এক ধ্রুবতারার মাঝে হাজার আকাশের স্বপ্ন দেখি।
আবার সে স্বপ্ন পুড়ে ছাই হয়ে যায়, চোখের সামনে তার রং ভাসে।
এভাবেই চলতে থাকে ছাইরং এর ফিশন বিক্রিয়া।