ভালোবাসা আর আত্মসম্মান যখন
যুদ্ধের ময়দানে মুখোমুখি দাঁড়ায়,
তখন আমি নিশামের ছায়ামূর্তি দেখি
সত্তর ফোটা সায়ানাইড দিয়ে আচ্ছাদিত।


স্বপ্ন আর বিশ্বাস যখন
পরস্পরের সহিত প্রতারণা করে,
তখন নিশামের ছায়ামূর্তি আমায় ধাওয়া করে
আসীমের পথে পাড়ি দেওয়ার আহবান জানায়।


অহংকার আর বিবেক যখন
এক তরীতে সমুদ্র পাড়ি দিতে যায়,
তখন নিশামের ছায়ামূর্তি পাথর ছুড়ে
আমায় চিরকালের মত পঙ্গু করে দিতে চায়।


কারো একটি বেখেয়ালি কথায় যখন
মনে জমে থাকা হাজার প্রশ্নের উত্তর আসে,
তখন নিশামের ছায়ামূর্তি আমায় ঘিরে ফেলে,
আর কিছু নোনা জলে সে ছায়া ধুলিস্যাৎ হয়ে যায়।