মাতৃভুমি বাংলাদেশ
বাংলা মাতৃভাষা ,
তোমার বুকেই জন্ম মোর
তোমার বুকেই বাসা ।
তোমার জন্য লক্ষ মানব
করলো প্রাণ দান ,
তাইতো মোরা তোমার সাথে
বাঁধবো মোদের প্রাণ ।
তোমার পাবার জন্য কতই
মা-বোন হারালো সম্মান
তাইতো আজি বলতে পারি
বাংলা আমার প্রাণ ।
তোমাকে প্রতিষ্ঠার জন্য ঝরেছে রক্ত
শত শত ভাইয়ের ,
তোমারই জন্য হারালো
ইজ্জত কত মায়ের ।
তোমারই জন্য কত ভাই
হারালো বোন সন্তান হারিয়েছে মাও
যুদ্ধ করে চলেছিল তারা
পিছু হয় নি তা ও ।