আজ সকালের নিমন্ত্রণে,
ঔদ্ধত্যপূর্ণ এক কাপ শাব্দিক চা -
অবজ্ঞার অতিরিক্ত তেতো লিকার,
অধিক চিপড়ানো অসহ্য লেবু টক!
অনধিকার চর্চার জিরোক্যাল স্যাকারিন সুগারের মিশ্রণ!
সাথে অতি ভাজা একমুঠো অবহেলার মুড়ি,
তাতে কিচকিচে বালু ফ্রী!
বাহ! ভালোই তো হলো সকালের নাস্তা।


পরম তৃপ্তির চুমুক দিয়ে-
মুখ না বেঁকিয়ে,
দারুণ বলে হাসিমুখে,
এবার ক্ষান্ত দিলাম।
অহেতুক বিড়ম্বনার কী দরকার!
ভালো থাকুক সবাই,
এইতো চাই।
আমিও তো সে চেষ্টায় সদাই।


অতঃপর চায়ের কাপে সুমধুর জলতরঙ্গ,
খালি হাঁড়িপাতিল ঢঙ ঢঙ্গা ঢঙ।